‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আপ্রাণ চেষ্টা করছে তুরস্ক’

রাশিযা এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত বন্ধে তুরস্ক আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যোগাযোগবিষয়ক উপদেষ্টা ফাহরেত্তিন আলতুন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আলতুন এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর। এরদোগানের এ উপদেষ্টা বলেন, এ যুদ্ধের ফলে আঞ্চলীয়ক নিরাপত্তা ও মানবাধিকার হুমকির মুখে পড়েছে।

আলতুন বলেন, কূটনীতিক ভাবে এ যুদ্ধ থামাতে তুরস্ক দিন-রাত চেষ্টা করে যাচ্ছে। দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলছে তুরস্ক।

এ বিষয়ে অনেকে তুরস্কের ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তাদের কঠোর সমালোচনা করেন তিনি।