ঝিকরগাছায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

যশোরের ঝিকরগাছায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া-হাড়িখালী রোডের কোমরচান্দা থেকে থেকে তাদের আটক করা হয়।

আটক আ. রশিদ বিশ্বাস (৩৫) কোমরচান্দা গ্রামের (মাঝেরপাড়া)বাসিন্দা এবং হাবিবুর রহমান হাবু মাটিকোমড়া গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বেত্রাবতী রাইস মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক রশিদের কাছে ৫৫ গ্রাম ও হাবুর কাছে ৫০ গ্রাম গাঁজা ছিলো। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।