‘আমি ৯৯ ভাগ নিশ্চয়তা দিলাম রাশিয়ার মিশন ব্যর্থ হবে’

গত কয়েকদিন ধরেই দোনবাসে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। শঙ্কা ছিল যে কোনো সময় হামলে পড়বে তারা। সেই শঙ্কা সত্যি করে ইউক্রেনের স্থানীয় সময় সোমবার রাতে দোনবাসে অভিযান চালানো শুরু করে রুশ বাহিনী।

তাদের লক্ষ্য পুরো দোনবাস দখল করা এবং দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন করা। তবে রাশিয়ার দোনবাস দখল করার মিশন সফল হবে না। কারণ তাদের সেই শক্তি নেই।

এমন দাবিই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ। তিনি বলেছেন, আমি ৯৯ ভাগ নিশ্চয়তা দিলাম রাশিয়ার এ মিশন ব্যর্থ হবে।

অলেক্সি আরেস্তোভিচ আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক বাহিনীর স্পর্শকাতর জায়গাগুলো চিহ্নিত করে হামলা চালানোর পরিকল্পনা সাজিয়েছে।

কিন্তু অলেক্সির দাবি, ইউক্রেনের সেনাদের ভেদ করে রুশ সেনাদের পক্ষে সফলতা পাওয়া সম্ভব না।

এদিকে সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার দোনবাসে হামলা করার কথা প্রথম জানান। তিনি তার বক্তব্যে বলেন, দোনবাসের যুদ্ধ শুরু হয়ে গেছে।

তবে জেলেনস্কি ওই সময় জানিয়েছেন, রুশ বাহিনীর কাছে কোনো অঞ্চল ছাড়বেন না তারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। সূত্র: আল জাজিরা