গাজায় ইসরায়েলের ফের বিমান হামলা

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজায় ভূগর্ভস্থে রকেট ইঞ্জিন তৈরি করে এমন স্থানে হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ২১ এপ্রিল ভোরের আগে এই হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে তাৎক্ষনিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, হামলায় কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরনার্থী শিবিরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর আগে রাতে গাজা থেকে চালানো রকেট দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে আঘাত হানে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এতে এক বাড়ি সামান্য ক্ষতি হয়েছে তবে কেউ আহত হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানায়, গাজা থেকে আরও চারটি রকেট হামলা চালানো হয়েছে। তবে কোনো ফিলিস্তিনি দল এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এক বিবৃতিতে গাজার প্রশাসনিক গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের বোমা হামলা কেবল ফিলিস্তিনিদের ‘দখল প্রতিরোধ করতে এবং জেরুজালেম ও এর জনগণের প্রতি তাদের সমর্থন বাড়াতে’ উত্সাহিত করবে।

ফিলিস্তিনি মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ভোরে প্রাঙ্গণে অভিযান চালায়। মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। ইসরায়েলি পুলিশ বলেছে, কয়েক ডজন দাঙ্গাকারী মসজিদের ভেতর থেকে পাথর ছুড়ে।