‘ভারত রাশিয়ানদের ইউক্রেনের বাইরে দেখতে চায়’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই মাস পেরোতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে ভারত সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্বাভাবিকভাবেই ভারতে সফররত বরিস জনসনের কাছে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের মনোভাব সম্পর্কে জানতে চাওয়া হয়।

দিল্লিতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বরিস জনসনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচনার বিষয়ে প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি মোদিকে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে মস্কোতে তার প্রভাব ব্যবহার করতে বলেছেন কি না।

এ ব্যাপারে বরিস জনসন বলেন, এটা স্পষ্ট যে ‘তিনি এরইমধ্যে কয়েকবার এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন…..। পুতিন কী করতে চলছে সে ব্যাপারে মোদি তাকে জিজ্ঞাসা করেছেন বলেও ইঙ্গিত দিয়েছেন জনসন।

জবাবে জনসন বলেন, ইউক্রেনের বুচাতে যা ঘটেছে সে সম্পর্কে মোদি ‘কড়া ভাষায়’ নিন্দা জানিয়েছেন। বুচাতে রুশ বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ তোলা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তি চায় ‘এবং তারা রাশিয়ানদের ইউক্রেনের বাইরে দেখতে চায়’। এই ব্যাপারে ভারতের সঙ্গে একমত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।