‘রুশ হামলায় ২১৩ শিশু নিহত’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ২১৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৮৯ জন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এই তথ্য জানিয়েছে। রবিবার ২৪ এপ্রিল আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক টুইট বার্তায় প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, যেসব এলাকায় এখন যুদ্ধ চলছে সেসব এলাকায় নিহত শিশুদের সংখ্যা পরিসংখ্যানে যোগ করা হয়নি।

এদিকে পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ডনবাস ও দক্ষিণ ইউক্রেন পুরো দখল নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।