বাংলাদেশ দূতাবাসের ইফতার আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

প্রবাসীদের সঙ্গে মিলেমিশে যথাযথ সেবা দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। অতীতে শুধু মাত্র দূতাবাস, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মানে ইফতারের আয়োজন করা হতো।

এবছর থেকে সাধারণ প্রবাসীদের সাথে নিয়ে ইফতারের উদ্যোগ নেয় সদ্য নিয়োগ প্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেন এটি এখন থেকে ভবিষ্যতেও সব সময় অব্যাহত থাকবে৷

মাহে রমজানে প্রতিবারের ন্যয় এইবারও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালে’তে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪শে এপ্রিল ২০২২) মালদ্বীপের একটি পাঁচ-তারকা (হোটেল-মাগিরির ফারু রেস্টুরেন্টে) এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

স্থানীয় সময় বিকাল ৬টায় আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশী ও বিদেশি অতিথিবৃন্দ বাংলাদেশ হাইকমিশনার এর আমন্ত্রণে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে আগন্তুক সবাইকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ খলিল সহ পররাষ্ট্র সচিব এইচ-ই আব্দুল গোপুর মোহাম্মদ, পররাষ্ট্র জয়েন্ট সেক্রেটারি এইচ-ই আহমেদ সালিম, পররাষ্ট্র জয়েন্ট সেক্রেটারি ফাতিমা গহিনা, পররাষ্ট্র সেক্রেটারি মাল্টিলেটারাল হালা হামিদ সহ মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার,

প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনীতিক, রাজনীতিবিদ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিসহ দেশটির বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব,

দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ সহ এতে আর-ও উপস্থিত মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও সি আই পি আলহাজ্ব মোঃ সোহেল রানা, মিয়াজ ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা আহমেদ মুত্তাকী, প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, মালদ্বীপ আ’লীগের সভাপতি মোঃ দুলাল মাতবর,

মালদ্বীপ আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন এবং মালদ্বীপে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রবাসী ও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিদেশি অতিথিরা।

ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়া উপস্থিত সবাই একে অন্যের সঙ্গে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন

সবশেষে, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ ইফতার ও নৈশভোজ আয়োজনের জন্য নব নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান।