পুতিনের সঙ্গে আলাপে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মস্কো থেকে আল জাজিরার দর্সা জাব্বারি জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের মস্কো সফরের লক্ষ্য সংঘাত বন্ধের চেষ্টা করা।

তবে গুতেরেস এটাও সতর্ক করেছেন যে, এই মুহূর্তে যুদ্ধবিরতির মতো ফলাফল পাওয়া প্রায় অসম্ভব।

এর আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া হয়। কিন্তু সেগুলোর কোনোটি বড় কোনো সফলতা পেতে ব্যর্থ হয়েছে।