টানা আট দিন মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জনে।

শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ সময়ে করো মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে টানা আট দিন ধরে করোনায় মৃত্যুহীন দেশ।

আর মারা যাওয়ার সংখ্যাও ২৯ হাজার ১২৭ জন অপবর্তিত থাকল। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩৬৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৯৪৮২০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৮টি নমুনা সংগ্রহ করে ৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়।