পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা বলা হয়। খবর হারেৎজ ও সিজিটিএন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজুন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানকালে ২৭ বছরের একজন ফিলিস্তিনি গুলিতে নিহত হয়।

দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়। শুক্রবার রমজান মাসের শেষ জুমার দিন (জুমাতুল বিদা) ইসরায়েল এই অভিযান চালায় বলে জানিয়েছে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকাংশ আহতই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নিতে হয়েছে।

ইসরায়েল পুলিশের দাবি, মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা পাথর ও আগুন জাতীয় জিনিস ছোড়ার পরই ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশ করে।