ডিপোতে আগুন নিয়ন্ত্রণে,আর বিপদ হওয়ার আশঙ্কা নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বিএম ডিপোতে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) সকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আরবান রেসকিউ অ্যান্ড সার্চ টিমের সদস্য ও কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানান।

তিনি বলেন, আপাত দৃষ্টিতে ভয়ের আর কিছু নেই।

লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, আসলে এখানে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ এখানে যারা কর্মরত ছিলেন তাদের অনেকেই নিহত এবং আহত হয়েছেন। অনেক নথি পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আরেকটি তথ্য দিতে চাই, ইতিমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এখানে এসেছে। এখানে বিপজ্জনক আর কিছু আছে কি না তা পরীক্ষা করে দেখছেন। তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাবো। সেখানে আমরা দেখবো আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কি না। এটুকু আমরা বলতে পারি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে।