সতর্ক হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: নিক্সন 

 

সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত হাইওয়ে এক্সপ্রেসে প্রতিদিন হাজার হাজার থ্রি হুইলার চলাচল করে। এতে করে বিভিন্ন দুর্ঘটনায় মানুষের প্রাণহানিসহ অঙ্গহানির ঘটনা ঘটে। পদ্মা সেতু উদ্বোধনের পর হাইওয়েতে আর কোন দুর্ঘটনা দেখতে চাই না।’

 

 

সোমবার (১৩ জুন) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

 

 

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর এই হাইওয়েতে আর কোন অবৈধ থ্রি হুইলার চলাচল করলে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়ভার পুলিশকে নিতে হবে। মহাসড়কে হাইওয়েতে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হলেও বীরদর্পে এরা চলাচল করছে। এর কারণে ঘটছে নানা দুর্ঘটনা। পুলিশ বাহিনীকে আরও সতর্ক হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে এসব যান চলাচলকারী চালকদেরকে তাদের থ্রি হুইলার ফিডার সড়কে চলাচলের জন্য বোঝাতে হবে।’

 

নিক্সন চৌধুরী বলেন, ‘পদ্মা ব্রিজ উদ্বোধনের দিন ভাঙ্গা থেকে ৩০ হাজারেরও বেশি জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিবেন। এজন্য জনসাধারণের পাশাপাশি প্রশাসনের সকল কর্মকর্তাদের পদ্মা ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান করছি।’

 

 

এ সময় তিনি আরও বলেন, ‘সংবাদকর্মীরা প্রশাসনের প্রতিটি দফতরের এমন কী চেয়ারম্যান-মেম্বারদের কোন কাজের অনিয়ম-দুর্নীতি পেলে সৎ সাহস নিয়ে তা প্রকাশ করুন।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।