১৫ কিলোমিটার দীর্ঘ সারি, হেঁটে জনসভায় যোগ

জনসমাবেশে যোগ দিতে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন। শনিবার (২৫ জুন) সকাল ৭টা থেকে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে দেখা গেছে হাজার হাজার বাসের দীর্ঘ সারি।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাসভর্তি সাধারণ মানুষ এসেছেন পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায়। হাজার হাজার লোকজন হেঁটে জনসভায় যোগ দিতে পেরে তারা আনন্দিত।

সরেজমিন দেখা গেছে, অসংখ্য বাসের দীর্ঘ সারি রয়েছে মহাসড়কজুড়ে। বাস থেকে নেমে অনেকে ১০-১৫ কিলোমিটার হেঁটে জনসভাস্থলের দিকে যাচ্ছেন।

চুয়াডাঙ্গা থেকে আসা মো. তানভীর বলেন, আমাদের ৩-৪ শতাধিক বাস এসেছে। মহাসড়কে বাস আটকে আছে। আমরা এখন হেঁটে সমাবেশস্থলের দিকে যাচ্ছি।

ভাঙ্গা এলাকার নবাবজাদা বলেন, ৫-৬ কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যাচ্ছি। পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে এ আনন্দের কাছে পথের ক্লান্তি দূর হয়ে গেছে।