যশোরে গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

mamla rai

যশোরে এক গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের মশিয়ার রহমান টগর ও মুর্শিদা পারভিনের মেয়ে তামান্না পারভীন (৩১) শনিবার মামলা করেন। মামলায় ভসুর যশোর শহরতলীর মুড়লি জোড়ামন্দিরের মৃত আবু তালেবের ছেলে জুলফিকার আলীকে (৫২) আসামি করা হয়।
মামলায় তামান্না পারভীন বলেছেন, স্বামী আব্দুল জলিল যৌতুকের দাবিতে মারপিট করার কারণে পিতার বাড়ি চলে যায়। পরে স্বামী লিগ্যাল এইড অফিসে আমার নামে মিথ্যা অবিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে ৩০ মে লিগ্যাল এইড অফিসে উভয় পক্ষ হাজির হই। কোন সুরাহা না হওয়ায় পুনরায় আমি পিতার বাড়ি চলে যায়। পরে ১২ জুন স্বামী আব্দুল জলিল সব কথা ভুলে সংসার করার প্রলোভন দেখিয়ে বাড়ি আসতে বলে। স্বামীর কথা মতো ১৩ জুন মুড়লির বাড়ি যায়। বাড়ি যেয়ে দেখি স্বামীর ঘরে তালা দেয়। ভাসুর আসামি জুলফিকার আলী আমাকে তার ঘরে ডাক দেয়। আমি সরল বিশ্বাসে তার ঘরে যায়। যেয়ে দেকি জাঁ ঘরে নেই। আমি আসামির কাছে স্বামী আব্দুল জলিলের কথা জিজ্ঞাসা করলে সে বলে সকালে কোথায় চলে গেছে। আমি তখন চলে আসার জন্য উদ্যত হলে আসামি জুলফিকার আটক করে আমাকে জাপ্টে ধরে। আমি চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বেরোনোর সময় বাড়ির সামনে প্রতিবেশিদের ঘটনা খুলে বলে পিতার বাড়ি চলে যায়। এ ঘটনায় পরে কোতয়ালি থানায় মামলা করি।