যশোরে পূর্ব শক্রতার জেরে যুবককে ছুরিকাঘাত

যশোরে পূর্ব শক্রতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে । আহত হয়েছে ঋষিপাড়ার কালীদাসের ছেলে প্রান্ত দাস। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে নিজ বাড়ির সামনে।

আহতের স্বজনেরা জানান, প্রান্ত বাড়ির সামনেই অবস্থান করছিলেন । এসমন সময় সন্ত্রাসীরা এসে আতর্কিত ভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, প্রান্তের পায়ের ছুরিকাঘাত করা হয়। রক্তক্ষরণ হয়েছে। তবে, সে আশঙ্কামুক্ত।