যশোর পল্লী বিদ্যুতের মিটার রিডারকে হামলার ঘটনায় আসামি গ্রেপ্তার

বিদ্যুত বিল বকেয়া থাকায় গ্রাহকের বাড়িতে যেয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুত সিমিতি-১ এর মিটার রিডারকাম ম্যাসেঞ্জার নাজিরুল ইসলাম। আহত নাজিরুল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মোজ্জামেল হকের ছেলে।

এ ঘটনার ২৩ দিন পর পল্লী বিদ্যুত সমিতির এ জি এম আব্দুল আউয়াল মঙ্গলবার কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে সদরের আব্দুলপুর গ্রামের শাজাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৪)। পুলিশ জাহাঙ্গীরকে আটক করে।

মামলায় বলা হয়েছে, গত ৬ জুন চুড়ামনকাঠির আব্দুলপুর গ্রামে বকেয়া বিদ্যুত বিল আদায়কালে দেখা যায় ওই গ্রামের ইমরান বিশ্বাসের ছেলে গ্রাহক আসাদুজ্জামানের বিদ্যুত বিল বকেয়া রয়েছে। বিদ্যুত বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের মিটার রিডারকাম ম্যাসেঞ্জার নাজিরুল ইসলাম সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অতর্কিত হামলার শিকার হন।

আসামি জাহাঙ্গীর খুন করার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মিটার রিডারকাম ম্যাসেঞ্জার নাজিরুল ইসলামের মাথায় আঘাত করে। নাজিরুল বাম হাত দিয়ে ঠেকালে বৃদ্ধা আঙ্গুল ভেঙ্গে গুরুত্বর জখম হয়। নাজিরুলের চিৎকারে স্থানীয়রা এসে জাহাঙ্গীরকে প্রতিহত করে।

খবর পেয়ে পল্লী বিদ্যুতের এজিএম রামচন্দ্র অধিকারি, এজিএম সাইদ হোসেন, ইসি শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজিরুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনসারুল হক জানান, মঙ্গলবার রাতে জাহাঙ্গীরকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে চালান দেয়া হয়।