যশোরে বিকাশ প্রতারকচক্রের খপ্পড়ে কলেজছাত্র

phone call

বিকশ প্রতারকচক্র সম্রাট হাসান (১৮) নামে এক যুবকের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সম্রাট যশোরের ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সম্রাট জানিয়েছেন, তিনি এসএসসির ছাত্র। গত ২৪ জুন দুপুর দুইটার দিকে এক ব্যক্তি ০১৯৬২-০৯৬২৪৬ নম্বর দিয়ে তার ব্যবহৃদ ০১৭৯৭-৩১০২৫১ নম্বর কল দেয়। এবং তার কলেজের উপবৃত্তির টাকা বিষয়ে নানা কথাবার্তা বলে।এক পর্যায়ে তিনি সরল বিশ্বাসে তার মায়ের বিকাশ (০১৩০৩-২৩২৯৩৪) নম্বরের পিন নম্বরটি বলে দেন।

এরপর দেখেন সেখান থেকে টাকা সেন্ডমানি হয়ে গেছে। বিকাশ অ্যাকাউন্টে ছিলো ১২ হাজার ৬শ টাকা। সব টাকা বিকাশ প্রতারকচক্র উঠিয়ে নিয়েছে। এরপর ফোন নম্বরটি বন্ধ পান। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।