যশোরে অপু হত্যা মামলায় চার আসামির আদালতে আত্মসমর্পণ

jessore map

যশোর শহরের খালধার রোডের মাছ ব্যবসায়ী অনুরাগ ইসলাম অপু হত্যা মামলার চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, খালধার রোডের মৃত আকবর আলীর ছেলে কুটি আলতাফ ও কুটি আলতাফের দুই ছেলে ইয়াদ, রিয়াদ এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কুদ্দুস।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আলিমুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সাথে তারা তদন্ত করছেন।

উল্লেখ্য, গত ৭ জুন সকালে পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড মোড় এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নৃসংশভাবে খুন হন অপু। এ ঘটনায় নিহতের মা মোছা. নুরজাহান সীমা সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। অপু নিজেও হত্যাসহ সাত মামলার আসামি ছিলেন।