যশোরে নেশাগ্রস্থ অবস্থায় আইনজীবী সহকারীসহ দুই যুবক আটক

নেশাগ্রস্থ অবস্থায় আইনজীবী সহকারীসহ দুই যুবককে আটক করেছে যশোর সদর ফাঁড়ি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম ফয়েল পেপার ও দুই টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে যশোর কালীবাড়ির পাশের পতিতালয়ের তিন নম্বর গলির ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আইনজীবী সহকারী মাসুদ (৩৩) ও মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পাশে হানোয়ার গ্রামের লুৎফর গাজীর ছেলে ফয়সাল গাজী (২০)।
এই ঘটনায় কোতয়ালি থানায় দায়েরকরা মামলার এজাহারে ফাঁড়ির এসআই এজাজুর রহমান উল্লেখ করেছেন, রোববার সন্ধ্যার পর খবর পান দুই ব্যক্তি মাদকাসক্ত হয়ে ওই এলাকায় জনসাধারণকে উত্যক্ত করছেন। সংবাদ পেয়ে তিনি একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুইজনকে আটক করেন। এরপর তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম দুই টুকরা ফয়েল পেপার ও দুইটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। পরে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে পরীক্ষা করে মাদক সেবনের প্রমান পাওয়া যায়। এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।