যশোরে হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার

যশোর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল গত জুন মাসে হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন, বিকাশে ভুল নাম্বারে যাওয়া ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা, হ্যাক হওয়া ৮ টি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে। এছাড়া মিচিং হওয়া ৫ জন ভিকটিম উদ্ধারে সহযোগিতা ও একজন নারীর ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করা তিনজনকে আটক করে আইনের আওতায় এনেছেন।

যশোর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার সোমবার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সমাজে অপরাধ দমাতে জনগণের সেবার মান বাড়াতে যশোর জেলা পুলিশ গত বছর ২০২১ সালের ১৩ অক্টোবর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন গঠন করে। গঠনের পর থেকে সাইবার ক্রাইম সেল এ পর্যন্ত যশোরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মিচিং হওয়া ২৭৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত ওই মোবাইলের মালিকদের কাছে হস্তান্তর করেছে।