যশোরে সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী-স্ত্রী আহত

mamla rai

স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করার ঘটনায় সাবেক স্বামীসহ তার অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা জাকির হোসেন (৪১) ও তার নববধূ কহিনুর বেগম রিক্তা (৪০)কে গতিরোধ করে মারপিট এবং স্বর্ণের চেইন ছিনিয়ে জখম করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার ১৮ জুলাই রাতে মামলাটি করেছেন সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের বর্তমানে ৫নং সেক্টর ইসমাইল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইন্তাজ আলী মোল্যার ছেলে জাকির হোসেন। মামলায় আসামী করা হয়েছে। সদর উপজেলার বাহাদুরুর,৫নং ওয়ার্ড মৃত মকবুল বিশ^াসের ছেলে মিজানুর রহমান (টিটো)সহ অজ্ঞাতনামা ৩/৪জন।

জাকির হোসেন মামলায় উল্লেখ করেন, তিনি বিল্ডিং কন্সট্রাকশন এর সাব কন্টাকটারি কাজ করেন। তার স্ত্রী কহিনুর বেগম রিক্তা আসামী মিজানুর রহমান টিটোর স্বামী থাকাকালে তার সাথে সাংসারিক ভাবে বনিবনা না হওয়ার এক পর্যায় রিক্তা আনুমানিক দেড় বছর পূর্বে ডিভোর্স দিয়ে বাদি জাকির হোসেনকে বিয়ে করে।

বিয়ে করার পর থেকে মিজানুর রহমান টিটো বাদি জাকির হোসেন ও তার স্ত্রী কহিনুর বেগম রিক্তার সাথে সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ১০ জুলাই জাকির হোসেন তার স্ত্রী কহিনুর বেগম রিক্তা উপশহর থেকে তাদের ব্যবহৃত মোটর সাইকেল যোগে জাকির হোসেনের গ্রামের বাড়ি জোত রহিমপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে রাত সোয়া ৯ টায় সদর উপজেলার সাহাপুর গ্রামের জনৈক কালাম এর মুদি দোকানের সামনে পৌছালে মিজানুর রহমান টিটোসহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট শুরু করে।

এসময় লোহার রডের আঘাতে গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা কহিনুর বেগম রিক্তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। জাকির হোসেনের মোটর সাইকেলে আঘাত করে ৭ হাজার ক্ষতি সাধন করে। স্বামী স্ত্রীর ডাক চিৎকাররে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রান নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনের মেঝভাই রবিউল ইসলামসহ আরো অনেকে এগিয়ে এসে আহত দু’জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।