বেনাপোলে ৩০ হাজার ডলারসহ এক নারী বিজিবি’র হাতে গ্রেফতার

dollar usd

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি টহলদল মঙ্গলবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউজের বাইরে থেকে ভারত থেকে আগত জেরিন সুলতানা (৩৫) নামে এক নারীকে ৩০ হাজার ইউএসএ ডলারসহ গ্রেফতার করেছে। তিনি ঢাকা আশুলিয়া থানার ডেনডাবর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, মঙ্গলবার বিকেল ৬ টায় ভারত থেকে একজন নারী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে দেশে প্রবেশ করছে। এমন খবর পেয়ে কাস্টমস হাউজের বাইরে যাওয়ার সাথে উক্ত নারীকে গ্রেফতার করে। পরে তাকে ব্যাপর জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার শরীরের বিভিন্ন স্থানে গোপনে ফিটেড অবস্থায় ৩০ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

উদ্ধারকৃত ডলার বাংলাদেশী মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি’র ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের হুন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল,মারকুইজ ইসষ্ট্রইচ,কোলকাতা এর ক্যারিয়ার হিসেবে উক্ত নারী কাজ করে। শ্রী গোপাল উক্ত নারীকে বিভিন্ন ভাবে প্ররোচিত করে ল্যাগেজ এবং শরীরে ফিটেড অবস্থায় ডলারগুলো বাংলাদেশে প্রেরণ করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় উক্ত নারীকে হস্তান্ত করে মামলা দায়ের করা হয়।