যশোরে হামলায় একই পরিবারে পাঁচজন জখম ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

mamla rai

 

যশোরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়ার এক বাড়িতে হামলা মারপিট ছুরিকাঘাত ও স্বর্ণের চেইন এবং মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেছেন, ওই গ্রামের ফরিদের শ^শুর কুরবান আলী গাজীর ছেলে আক্তারুজ্জামান। মামলায় আসামীরা হচ্ছে, তেতুলিয়া পূর্ব পাড়ার রবিউল (নবো) এর ছেলে রাসেল,মৃত গরিব উল্লাহর ছেলে সর্বত, রবিউল (নবো) এর ছেলে মুন্না,মৃত গরিব উল্লাহর ছেলে রবিউল (নবো),ইকবল সরদারের ছেলে রনি ও মৃত গরিব উল্লাহর ছেলে ইকবল সরদার।

মামলায় বাদি বলেন,আসামীরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ। বাদির জামাই ফরিদ এর মৃত পিতার রেখে যাওয়া কাঁঠাল গাছের কাঁঠাল আসামীরা প্রতিবছর জোরপূর্বক কেটে নেয়। বাদির মেয়ে জেরিন ও জামাই ফরিদ এবং জামাইয়ের ভাইগন উক্ত কাঁঠালের ভাগ চাইলে আসামীরা ফরিদ ও তাদের ভাইদের সাথে গোলযোগ করে,গালিগালাজ করে। কাঁঠাল গাছের কাঁঠাল কাটলে জামাই ও তার পরিবারের সদস্যদের মারপিট খুন জখম করার হুমকী দিয়ে আসছিল। গত ১১ জুলাই বাদির জামাই ফরিদের ভাই দিদারুল (৩৮) উক্ত কাঁঠাল গাছ থেকে ১টি কাঁঠাল কাটার ঘটনাকে কেন্দ্র করে ১৯ জুলাই বিকেল সাড়ে ৫ টায় উল্লেখিত আসামীরা ধারালো রামদা,বাঁশের লাঠি, লোহার রড ও বার্মিজ চাকু বাদির জামাই ফরিদের বাড়িতে ঢুকে খুন করার হুমকী দিয়ে ফরিদ ও তার ভাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফরিদের ভাই মুদাচ্ছের,দিদারুল,ফরিদ,মেয়ের জা মোছাঃ রোকেয়া,শ^াশুরী আদ্দাসী (৫৮)সহ আরো লোকজন আসামীদের কথায় প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে রবিউল (নবো) হুকুমে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে একযোগে আক্রমন করে। এ সময় বাদির মেয়ে জেরিনের গলায় চেপে ধরে হত্যার চেষ্টার এক পর্যায় গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আসামীরার বাদির মেয়ে তার জা ও শ^শুরীর শাড়ী ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। মেয়ে জামাই ও তাদের ভাইদের ডাক চিৎকারে বাদিসহ তার স্ত্রী রোকেয়াসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন বাদির মেয়েসহ আহত অন্যান্যদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। গুরুতর আহত দিদারুলকে ভর্তি করেন।