জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ রোববার সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যশোর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট যশোর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবু তোহা প্রমুখ। অনুষ্ঠানে দশজন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরআগে, সকাল ১০ টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে, পৌরপার্ক পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। র্যালিতে যশোরের কয়েকশো মাছ চাষি অংশ নেন।