যশোরে পাটচাষী সমাবেশে অনুষ্ঠিত

jessore map

যশোর উন্নত প্রযুক্তি নির্ভর ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোমবার সকালে পাট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদফতর যশোর, বস্ত্র ও পাটমন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান বলেছেন, সবাই যদি চাকরির পেছনে ছোটে তাহলে কৃষি কাজ করে খাদ্য উৎপাদনের মানুষ সংকট দেখা দেবে। এজন্য চাকরির পাশাপাশি কৃষি কাজ করা উচিত। এটা একটি সন্মানের পেশা। পাট জাতের ব্যবহার বাড়াতে হলে পাটের তৈরি ব্যাগ, টিস্যু ব্যবহার বাড়াতে হবে।

এসময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক সৌমিত্র সরকার, পাট অধিদফতরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার তালুকদার, পাট গবেষণা উপকেন্দ্রের উধ্বর্তণ বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষিকর্মকর্তা সাজ্জাদ হোসেন, পাটচাষী রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে জেলার আট উপজেলার ১৫জন শ্রেষ্ঠপাট চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।