যশোরে নিষিদ্ধ কারেন্ট জাল রাখায় ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের বড়বাজার চুরি পট্টি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি দোকানে থাকা বিক্রির উদ্দেশ্যে রাখা অবৈধ ৫০০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল যশোর সদর উপজেলা পরিষদ চত্তরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বিষটি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

তিনি জানান, যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার অনুপ দাসের নেতৃত্বে একটি মোবাইল টিম বড়বাজারের চুড়িপট্টি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে সফিয়ার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক সফিউর রহমানকে কারেন্ট জাল রাখার অপরাধে চার হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়। শফিয়ার রহমান সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মোসলেম শেখের ছেলে। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।