খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

 

যশোরে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করা হয়েছে। লাইনচ্যুত হওয়া কন্টেইনারটি স্থানীয় উদ্যোগে অপসারণ করার পর রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, রাত ৮টা ১০ মিনিটে খুলনা থেকে রিলিফ ট্রেন ছেড়ে এসেছে। সেটা যশোর স্টেশনে পৌছানোর পর লাইনচ্যুত কন্টেইনারটি উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে তিনি জানান, এখন সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর যশোর রেলস্টেশনে খুলনাগামী যাত্রীবাহী দু’টি ট্রেন আটকা পড়ে। সেগুলিও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের বগি যশোর রেল স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়।