মীরসরাইয়ে এবার ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ডাউন লেইনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়ে তার শরীরের উপরের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়।

সোমবার (১ আগস্ট) দুপুরে মীরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্টেশনটি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে।

মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সোমবার দুপুরে স্টেশন এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এলাকার কেউ নন। মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়াতে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।’

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ মাইক্রোবাসযাত্রী নিহতমীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ মাইক্রোবাসযাত্রী নিহত
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ‘সোমবার দুপুরে মীরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিচয় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যাওয়াতে লাশের পরিচয় শনাক্ত করতে সময় একটু সময় লাগছে।’