টানা তিনদিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে

coronavirus

 

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ৩ দিন শনাক্তের হার ৫ শতাংশের মধ্যে থাকল। এর আগের দিন শুক্রবার এই হার ছিল ৫ দশমিক ১৪। বৃহস্পতিবার এই হার আরও কমে ৫ দশমিক ৪ শতাংশে ছিল। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন প্রথমবারের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দু’জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। একই সময়ে নতুন করে ২২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৫৩ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ৩৫ জন চট্টগ্রাম বিভাগের, ৮ জন রাজশাহী বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হলো।