সংসদ বসছে ২৮ আগস্ট

parliament of bangladesh - songsod

 

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে আগামী ২৮ আগস্ট। ওইদিন বিকাল ৫টায় এই অধিবেশন বসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৯ বঙ্গাব্দের ১৩ ভাদ্র মোতাবেক ২০২২ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট রোববার বিকাল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম (২০২২ খ্রিস্টাব্দের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।