যশোর বকচরের কর্ণফুলী মটরস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা ভেঙ্গে ১৬ লক্ষাধীক টাকার টায়ার চুরি হয়েছে। গত ৮ আগস্ট দিবাগত রাতে এই ঘটনার পর ব্যবসায়ী নুরুল আমিন গত রোববার রাতে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। তিনি বকচর মসজিদ পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
তিহনি এজাহারে উল্লেখ করেছেন, ১৪ আগস্ট রাত ৮টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানের তালা মেরে বন্ধ করে বাড়িতে যান। পারদিন সকাল ৬টার দিকে প্রতিষ্ঠানে গিয়ে দেখেন সার্টারের তালাভাঙ্গা। দোকানে ঢুকে দেখেন সেখানে রাখা বিভিন্ন ব্রান্ডের ৫৬ পিস নতুন টায়ার নেই। ওই টায়ারের মূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ক্যাশ বাক্সে রাখা নগদ সাড়ে ১২ হাজার টাকাও নেই। রাতের আঁধারে কে বা কারা সার্টার ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে টায়ার গুলো চুরি করে নিয়ে গেছে। ঘটনার তিনি বিষয়টি বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। কিন্তু কোথায় টায়ারের খোঁজ না পেয়ে থানায় মামলা করেন।
এলাকারবাসী জানিয়েছে, এর আগেও ওই এলাকার একটি প্রতিষ্ঠান থেকে রাদের আঁধারে টায়ার চুরির ঘটনার ঘটে। চোর বা চোরচক্র ট্রাক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখে কৌশলে তালা ভেঙ্গে চুরি করে নেয়। ওই এলাকার একটি জুয়েলারি দোকানেও একই ভাবে চুরির ঘটনা ঘটেছিল।