চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু এর সামনে থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি হাইয়েজ (চট্টগ্রাম মেট্রো চ ১১-৮৩৩৫) গাড়িতে করে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। রিজভী অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।