সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই এলাকার ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চারখাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী জেলি বেগম ও একই এলাকার ইউনুস মিয়া। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষর্শীরা জানান, মিনা সেন্টারের কাছে আসা মাত্র গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।