পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজস্ব নিয়োগপ্রাপ্ত তিন পরিচালককে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে আরও ছয়জনকে পরিচালক ও আটজনকে উপপরিচালকসহ মোট ১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপন জারি করে তাঁদের পদোন্নতি দেওয়া হয়। দুদক সূত্রে এই খবর জানা গেছে।
জানা গেছে, দুদকের মোট আটজন ডিজির মধ্যে প্রেষণে আসা সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার সাত কর্মকর্তা বিভিন্ন শাখায় ডিজি হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে একজন ডিজিকে নির্ধারিত দায়িত্ব ছাড়াও অতিরিক্ত হিসেবে অন্য একটি শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুদকের নিজস্ব পরিচালকদের মধ্য থেকে ডিজি পদে পদোন্নতি পাওয়ার যোগ্য হলেও ডিজির ওই শূন্য পদটিতে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি।
এরই মধ্যে প্রেষণে আসা বিশেষ তদন্ত শাখার ডিজি সাঈদ মাহবুব খান, আইসিটি ও প্রশিক্ষণ শাখার ডিজি এ কে এম সোহেলকে বদলি করা হয়েছে। এর মধ্যে এ কে এম সোহেল অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিরোধ ও গবেষণা শাখার দায়িত্বে ছিলেন। উচ্চপদস্থ এই দুই কর্মকর্তাকে বদলি করায় ডিজির তিনটি পদ শূন্য হয়। এই সুবাদে বঞ্চিত তিন পরিচালকের ভাগ্যে ডিজির পদ জুটল।
সূত্র জানায়, ২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে ১৮ বছরের বেশি সময়ে দুদক কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে মাত্র চারজন পরিচালকের ডিজি হওয়ার সৌভাগ্য হয়েছে। এবার হলেন তিনজন। ১৮ বছরের বেশি সময়ে এদের মধ্য থেকে ডিজি হলেন মোট সাতজন। এই দীর্ঘ সময়ে প্রেষণে আসা ডিজিরাই কমিশনের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলেন, আটজন মহাপরিচালকের পদই দুদকের নিজস্ব কর্মকর্তাদের দ্বারা পূরণ করা সম্ভব। দুদকের কর্মকর্তাদের সেই যোগ্যতা ও দক্ষতা আছে। এ ক্ষেত্রে দুদকের নিজস্ব কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।
পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া তিনজন হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। তাঁরা ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। গত ২০১৫ সালের মাঝামাঝিতে তাঁরা পরিচালক হিসেবে পদোন্নতি পান। সাত বছর পর তাঁরা ডিজি হলেন।
উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া ছয়জন হলেন এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।
সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন যে আটজন তারা হলেন- মো. শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী এবং এ কে এম ফজলে হোসেন।