যশোরে ইয়াবা বেচাকেনার সময় তিন মাদক বিক্রেতা গ্রেফতার

jessore atok map

ইয়াবা বেচাকেনার অভিযোগে পুলিশ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের দখল হতে ইয়াবা উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার মুড়লী (খাঁ পাড়া) এলাকার মৃত মোক্তার আলীর ছেলে রেজাউল ইসলাম ওরফে রাজু,সদর উপজেলার সীতারামপুর (গাংপাড় কামাল হুজুরের বাড়ির পাশে) ওয়াজেদ আলীর ছেলে রাজা হোসেন ও মুড়ালী জোড়া মন্দির এলাকার হাশেম মোড়লের ছেলে বিল্লাল মোড়ল। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার রাতে মাদক আইনে মামলা হয়েছে।

কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার একজন এসআই মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর মোবাইল-১১ ডিউটি করার সময় বিকেলে মনিহান মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান মুড়লী মোড়স্থ চলন্তিকা পেট্টোল পাম্পের পশ্চিম পাশের্^ যশোর বেনাপোল মহাসড়কের পাশে তপন অটো মোবাইল এর দোকানের সামনে কতিপয় ব্যক্তি অবস্থান নিয়ে মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৫ টায় সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা বিক্রেতারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তা ব্যর্থ করে দেয়। পরে রেজাউল ইসলামের দখল হতে ১৩ পিস, রাজা হোসেনের দখল হতে ৫পিস ও বিল্লাল মোড়লের দখল হতে ৫পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানা হাজরে রেখে মাদক আইনে মামলা দায়ের করে। বুধবানর ১৪ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃতদের মাদক আইনে আদালতে সোর্পদ করে।