যশোরে ৭ মাস পর কবর খুঁড়ে লাশ তুলে ময়নাতদন্ত

las

আজ সকালে যশোরের চৌগাছায় হাকিমপুর গ্রামের চান্দু মিয়ার পুত্র বিপ্লব হোসেন (৪২),এর মরদেহ প্রায় সাত মাস পর কবর খুঁড়ে ময়নাতদন্তের উত্তোলন করা হয়েছে। গত ০১ মার্চ সন্ধ্যায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদহ নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বিপ্লব হোসেন। তখন নিহতের স্ত্রী ও ভাইয়ের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয়া হয়।

তবে কিছু দিন পর নিহতের স্ত্রী যশোর আদালতে বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগে চাচাতো ভাইসহ ৫ জনের নামে মামলা করেন। আদালতের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় যশোর পিবিআই।মামলার তদন্তের অংশ হিসেবে আজ (২৬ সেপ্টেম্বর) মরদেহটি ময়না তদন্তের জন্য একজন নির্বাহী ম্যজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে উঠানো হয়েছে। এসময় চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।