যশোরে ছেলে ও ছেলের বৌ এবং ছেলের শ্বাশুড়ির বিরুদ্ধে মারপিটের অভিযোগে মামলা

যশোরে অবাধ্য ছেলে ও ছেলের বৌ এবং ছেলের শ্বাশুড়ির বিরুদ্ধে মারপিটের অভিযোগ করে মামলা করেছেন শহরের বারান্দীপাড়া কাঁঠালতলা শতদল স্কুলের পাশের শেখ আজিজুর রহমান মিটনের স্ত্রী গোলেনুর বেগম (৪২)।

মামলায় আসামিরা হলো, গোলেনুরের ছেলে আশিকুর রহমান রিফাত (২৮), তার স্ত্রী মেহেরিন আক্তার (২৪) এবং রিফাতের শ্বাশুড়ি জেসমিন বেগম (৫০)।
মামলায় গোলেনুর উল্লেখ করেছেন, তার ছেলে রিফাতের স্ত্রী প্রায় সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গন্ডোগোল করে থাকে। তাকে নানা ভাবে হুমকি দিয়ে থাকে।

গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রিফাত ও তার স্ত্রী সংসার থেকে আলাদা করে দেয়ার ঘটনায় তারা ক্ষিপ্ত হয় এবং তিন আসামি মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি নিশেধ করায় তারা আরো ক্ষিপ্ত হয়ে মারপিট করে। তিনজনে একত্রিত হয়ে কিল ঘুষি লাথি চড় থাপ্পড় মেরে জখম করে। পা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মাড়িয়ে দেয়। এ সময় তার চিৎকারে তার স্বামী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। ঘটনার সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।