যশোরে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩০ হাজার টাকা জরিমানা

Jessore map

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা যশোরের দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মিষ্টি তৈরির ব্যবহৃত গুড়ে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার অপরাধে ২৫ হাজার টাকা ও ভাই ভাই হোটেল নামের আরেকটি প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি, রান্না খাবার ও কাঁচা মাছ-মাংস ফ্রিজে রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব। এসময় জব্দকৃত প্রায় ২০ কেজি গুড় ফেলে দেয়া হয়। সাতমাইল বাজার কমিটির উপস্থিতিতে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর স্বত্বাধিকারী বিকাশ ঘোষকে এ সব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশপাশি তাঁকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কারখানার পরিবেশ মানসম্মত করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুবউদ্দিন প্রমুখ।