আরব আমিরাতের সাথে বাংলাদেশের শেষ ম্যাচ আজ

দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ (২৭ সেপ্টেম্বর) মাঠে নামবে টাইগাররা। দুবাইতে ম্যাচটি শুরু হবে রাত আটটায়। সিরিজে ১-০’তে এগিয়ে আছে নুরুল হাসান সোহানের দল।

এর আগে, প্রথম ম্যাচে ৭ রানের কষ্টসাধ্য জয় পায় বাংলাদেশ। টাইগারদের ৫ উইকেটে গড়া ১৫৮ রানের জবাবে ১৫১ রানে শেষ হয় আমিরাতের ইনিংস।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৫৮ রান। শুরুতেই সাব্বির-মিরাজের ওপেনিং জুটি ভেঙে যায় মাত্র ১১ রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন, মিরাজ, ইয়াসির রাব্বি ও মোসাদ্দেক সৈকত। ৭৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর আফিফের অপরাজিত ৭৭ রানের ইনিংসে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫ রান করেন ক্যাপ্টেন নুরুল সোহান।

জবাবে এক পর্যায়ে ১ উইকেটে ৬৬ রান তুলে ফেলে আমিরাত। তবে মেহেদি মিরাজের দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরবর্তীতে মোস্তাফিজ ও শরিফুলও উইকেট তুলে এগিয়ে দেন বাংলাদেশকে। আরব আমিরাতের চিরাগ সুরি করেন সর্বোচ্চ ৩৯ রান। মেহেদি মিরাজ ও শরিফুল ইসলাম নেন তিনটি করে উইকেট।