সাংবাদিক ইলিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের তদন্ত সংস্থা- পিবিআই এর প্রধান বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থানায় এই মামলা করেন। মামলার চার আসামি হলেন, ইলিয়াছ হোসাইন, হাবিবুর রহমান লাবু, আব্দুল ওয়াদুদ মিয়া ও সাবেক এসপি বাবুল আকতার।

মামলার এজাহারে বনজ কুমার উল্লেখ করেন, চট্টগ্রামের মিতু হত্যাকাণ্ডের তদন্ত চলার সময় এই মামলার প্রধান আসামি হিসাবে সাবেক এসপি বাবুল আকতারের নাম বেরিয়ে আসে।

তদন্তের সময় বাবুল আকতারকে গ্রেপ্তার করা হয়। জেল হাজতে থেকে মিতুর স্বামী বাবুল আকতার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন।

আরও পড়ুন: ভোট নিয়ে আওয়ামী লীগের দিবা স্বপ্ন ভেঙে দেয়া হবে: বিএনপি

এজন্য তিনি এবং অপর আসামিরা বিদেশে পালিয়ে থাকা কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে দিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে।