‘বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

amir khosru

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আগামীকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি নেতা আমির খসরু বলেন, জনগণের শক্তি লাটিসোটা, এমনকি চাইনিজ রাইফেলের চেয়েও শক্তিশালী। বিএনপির সাথে সেই জনগণ আছে। আর যারা জনবিচ্ছন্ন তারাই প্রতিরোধের কথা বলছে। তবে মানুষ কোনো প্রতিরোধই মানবে না। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের গণসমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ। বিএনপি শান্তিপূর্ণভাবেই সমাবেশ করবে। কোনো বাঁধা জনস্রোতকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। জনগণ স্বৈরাচার সরকারের হাত মুক্তি চায়। এজন্য তারা চট্টগ্রামের সমাবেশের দিকে তাকিয়ে আছেন।’ এ সময় আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের সতর্কও করে দেন তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, ‘বিএনপির গণসমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো আতঙ্ক নেই। যাদের মধ্যে আতঙ্ক আছে, তারাই সমাবেশকে অন্যদিকে ডায়বেট করার চেষ্টা করবে।’

সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে- সোমবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতাদের এমন হুঁশিয়ারি প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণ আওয়ামী লীগ কিংবা সরকারের সঙ্গে নেই। তাদের ভয় জনগণ। তাই তারা অনেক কিছু করবে। তবে প্রশাসন আশ্বস্ত করেছেন। আমরা আস্থা রাখতে চাই।’ প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। কত ধরনের চাপ-বিপত্তি, তবুও লক্ষ্য অনড় তারা। যারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জীবন দিয়ে গেছেন মানুষ তাদের জীবনদানের কথা আজীবন স্মরণে রাখবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন,, দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রামে গণসমাবেশের সমন্বয়ক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।