যশোর কেন্দ্রীয় বাস কাউন্টারে গৃহবধুর স্বর্ণলঙ্কার চুরি, আটক ১

jashore bus news

যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল টার্মিনাল পদ্মা কাউন্টার থেকে এক গৃহবধূর স্বর্ণলংকার রাখা ব্যাগ চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত চোর আলীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আলী যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট গ্রামের হোসেন মোল্যার ছেলে।

বুধবার রাতে মামলাটি করেন, যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ওবাইদুল ইসলামের স্ত্রী সাগরিকা।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, গত বুধবার ১৯ সাড়ে ১১ টায় শহরের শংকরপুর নতুন টার্মিনাল পদ্মা কাউন্টারের ভিতরে বাগেরহাট যাওয়ার জন্য তিনি অবস্থান করেন। অবস্থানের এক পর্যায় কাউন্টারের ভিতরে থাকা লেডিস ব্যাগ রেখে শিশু বাচ্চাকে দুধ খাওয়ানো কালে আশেপাশে কেউ না থাকার সুযোগে আলী এসে সুকৌশলে ব্যাগের চেইন খুলে ব্যাগের মধ্যে থাকা ২টি স্বর্ণের চেইন,৪টি স্বর্ণের আংটি,২ জোড়া কানের দুল,১টি টিকলি,২টি বালা যার সর্বমোট ওজন ৪ ভরি ৩ আনা চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরক্ষনে উক্ত আসামী আলী পুনরায় ঘটনাস্থলে আসলে উপস্থিত লোকজন তাকে আটক করে জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। গৃহবধূর চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে থানা এনে তার বিরুদ্ধে মামলা দেন। বৃহস্পতিবার চোর আলীকে আদালতে সোপর্দ করা হয়।#