একমঞ্চে বসলেন, তবে কথা হলো না শামীম-আইভীর

নারায়ণগজ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে নৌকার আদলে তৈরি বিশাল মঞ্চে পাশাপাশি বসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাজনীতির মাঠে দুজনের মাঝে বৈরিতা থাকলেও সম্মেলনকে ঘিরে দুজনই এক মঞ্চে পাশাপাশি বসেন।

নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ রোববার দুপুর থেকেই মঞ্চে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান। বিকেল ৩টার পর আসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর দীর্ঘক্ষণ পাশাপাশি বসে থাকলেও কথা বলেননি দুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যের একপর্যায়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার ভাল লাগছে। শামীম ফাইটার পলিটিশিয়ান। তাঁর সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাদের একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে। নারায়ণগঞ্জের শক্তি এরা। আগামীতে কঠিন দিন আসছে।’

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।