যশোরে ব্যবসায়ীকে জখম ও অস্ত্র মাথায় ঠেকিয়ে হত্যার হুমকি

যশোরের বারান্দিপাড়ায় এক ব্যবসায়ীকে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাকে মারপিট করে জখম ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহত জাকির হোসেন লিটন বারান্দিপাড়া নাথপাড়া এলাকার মৃত আইয়ুব হোসেনের ছেলে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর পুলিশ ঘঁনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিটনের স্ত্রী পলি বেগম। তারা হলেন একই এলাকার কুটি, চিটা, সিয়াম, সোহাগ, নান্নু ও মোড়ল।

পলি বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, একই এলাকার চিটার গরু তাদের আবাদি জমিতে যেয়ে ফসল নষ্ট করে। বাদীর ছেলে অন্তর বিষয়টি চিটাকে জানালে উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে চিটা। এসময় অন্তরকে মারপিট ও হুমকি দেয়। এরপর গত ২৩ অক্টোবর এ নিয়ে দুই পক্ষকে ডেকে মীমাংশার চেষ্টা করে স্থানীয়রা। এসময় বিবাদীরা প্রকাশ্যে অন্তর ও লিটনকে হত্যারা হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ গত ২৬ অক্টোবর রাত আটটার পর লিটন এলাকার আবুলের দোকানের সামনে অবস্থান করছিলেন। এমন সময় বিবাদীরা পিস্তল, দা, লোহার রড ও বাশের লাঠি নিয়ে লিটনকে ঘিরে ফেলে।

এরপর চিটা পিস্তল বের করে হুমকি দেয়। অন্যরা ধারালো অস্ত্র ও রড দিয়ে লিটনকে প্রকাশ্যে জখম করে ও এলোপাতাড়িভাবে মারপিট করে। লিটনের পকেটে থাকা ২৫ হাজার ৭শ’ টাকা লুট করে বিবাদীরা। এসময় হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন একই সাথে হাসপাতালে যেয়ে লিটনের সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা অভিযোগ দিয়েছেন বিবাদীরা। দুই পক্ষের সাথে কথা বলে প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে।