অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির খেলা চলছেই। সকালে আফগানিস্তান-আয়ারল্যান্ডের পর এবার বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও। এ নিয়ে বৃষ্টি বাধায় বাতিল হয়েছে ৪ টি ম্যাচ। এর আগে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গিয়েছিল
বিশ্বকাপের সুপার টুয়েলভে স্বাগতিক অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে তাসমান সাগরের প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। পরের ম্যাচে অবশ্য ৭ উইকেটের ব্যবধানে জয়ে ফিরেছে ফিঞ্চ বাহিনী।
বিপরীতে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি। হারিয়েছে ৫ উইকেটে। তবে পরের ম্যাচ ছিল প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিস্নাত ম্যাচটিতে দুর্ভাগ্যজনকভাবে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৫ রানে হেরে যায় জস বাটলারের দল।
এদিকে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের দৌড়ে বেশ বিপদেই পড়লো দুই দল। তিন ম্যাচে সমান ৩ পয়েন্ট করে ইংল্যান্ড তিন আর অস্ট্রেলিয়া আছে টেবিলের চার নম্বর অবস্থানে। যেখানে আয়ারল্যান্ড রয়েছে টেবিলের দুইয়ে। ফলে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে যে দুটি ম্যাচ বাকি আছে তাতে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই দু’দলের সামনে।