কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন।
রৌমারী উপজেলার ৬ ইউনিয়নে ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে ভোট গ্রহণ চলছে। এই উপজেলায় প্রার্থী সংখ্যা ৭ জন। ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ১৫০ জন। অন্যদিকে, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে ২৯২টি বুথে ভোট গ্রহণ চলছে। প্রার্থী সংখ্যা ৫ জন। ভোটার সংখ্যা ১ লাখ ৩৮৩ জন।
দুই উপজেলাতেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
চলতি বছর রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ এবং চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম মৃত্যুবরণ করেন। এতে এই দুই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।