সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করা হয়েছে।
রোববার রাতে সাড়ে ৮টার দিকে তার গাড়ি আটকিয়ে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে কে বা কারা খুন করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক জিএস ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
তিনি বলেন, বড়বাজার এলাকায় শাহী ঈদগাহ থেকে আম্বরখানার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।