সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডের পর কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সভাস্থলের সামনের ব্যানার, পোস্টার, বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিএনপি ও ছাত্রদলের ২০০ থেকে ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সমকালকে জানান, মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা হওয়ার আগে পুলিশ ৪ জনকে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। তাদের এখন মামলায় আসামি করা হবে।
গত রোববার রাতে নগরের আম্বরখানা এলাকায় খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।এর পর ওইদিন রাত ১০-১১টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করেন বলে জানা গেছে।