ঘরের বিষয় অন্যের কাছে বলা লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

abdul momen
ফাইল ছবি

নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের দিয়ে বাংলাদেশ সম্পর্কে কিছু গণমাধ্যম মন্তব্য করতে বাধ্য করছে। কিছু রাষ্টদূত আমাকে বলেছেন তারা অনেক বিষয় নিয়ে কথা বলতে চান না। কিন্তু দেশের সংবাদমাধ্যম অনেক সময় বাধ্য করে। তিনি এ বিষয়ে বাংলাদেশের সাংবাদিকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামের সামনে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা করেন। আদালত থেকে জঙ্গি ছিনতাই প্রসঙ্গে ড. মোমেন বলেন, জঙ্গি পালানোর বিষয়টি দুঃখজনক। তবে এজন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। এটি একটি দুর্ঘটনা, পৃথিবীর সব দেশে এ রকম ঘটনা ঘটে। আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট তৎপর। তারা কাজ করছে। আসামিদের ধরে ফেলবে।

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রসঙ্গে তিনি বলেন, লোকসমাগম নিয়ে তারা নিজেরাই হতাশ। তারা ব্যর্থ হয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে আবারও নির্বাচিত করবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সাহিত্য মেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুলতাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লোকসংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।