ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ‘সরকারের গভর্ন্যান্সের (সুশাসন) চিত্র’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে হামলায় আহত সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘চারদিকে তাকালে চোর, চুরি; চারদিকে তাকালে গুন্ডামি; চারদিকে তাকালে মারামারি। তারা এত কিছু করছেন, এক দিনমজুরকে গুলি করে তার নাড়িভুঁড়ি বের করে দিতে পারছেন। আর আপনাদের (আইনশৃঙ্খলা বাহিনী) সামনে দিয়ে জঙ্গি উধাও হয়ে যাচ্ছে। বুঝতেই পারেন তাদের (সরকার) গভর্ন্যান্স। কোন জায়গায় তারা গভর্ন্যান্সকে নিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এক গভীর সংকটে পড়ে গেছে, একেবারে খাদে এসে গেছে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেকদিকে রাজনৈতিক সংকট। এর সমাধান না করলে এ দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।’
ফখরুল বলেন, ‘আমরা এখনো মনে করি, এসব সন্ত্রাস, অত্যাচার-নির্যাতন বাদ দিয়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে সত্যিকার অর্থে একটা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। অন্যথায় সমস্যা সমাধানের সম্ভাবনা আমরা দেখি না।’